ভার্চুয়াল অংশগ্রহণে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে জুম অ্যাপের মাধ্যমে শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা-২০২০ চট্টগ্রাম বিভাগ পর্ব সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগের মহানগর ও ১১ জেলার প্রতিযোগিরা গতকাল সকাল ১০টায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে বাংলাদেশ হিন্দু ফাউন্ড্লেশন মিলনায়তন থেকে সকল প্রতিযোগীকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। প্রতিযোগিতার শুরুতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, কঙবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বাবুল শর্মা, লক্ষ্মীপুর জেলার সভাপতি শংঙ্কর রঞ্জন সাহা, কুমিল্লার সভাপতি নির্মল পাল, ফেনীর সাধারণ সম্পাদক সুসেন শীল, চাঁদপুরের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, রাঙ্গামাটির সভাপতি অমর দে, খাগড়াছড়ির প্রাক্তন সভাপতি তরুণ ভট্টাচার্য্য, লক্ষ্মীপুরের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট জহরলাল ভৌমিক, নোয়াখালীর সাধারণ সম্পাদক কিশোর শীল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অধ্যাপক জয়া দত্ত, অধ্যাপক কাবেরী দাশ ও অধ্যাপক স্বর্ণা দত্ত। প্রতিযোগিতায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক শিপুল কুমার দে। চট্টগ্রাম বিভাগ পর্বে শঙ্খধ্বনি প্রতিযোগিতায় রূপনা পাল-১ম, প্রিয়া ঘোষ-২য়, মিলি রানী দাস-৩য় এবং উলুধ্বনি প্রতিযোগিতায় বিউটি রানী দেবী-১ম, কণিকা রানী দাস-২য় ও নুপুর মহাজন-৩য় স্থান অধিকার করেন। চট্টগ্রাম বিভাগ পর্বে বিজয়ী প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। বৈশ্বিক করোনা মহামারির সামাজিক পরিবেশে যে যার অবস্থান থেকে প্রযুক্তির মাধ্যমে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। ভবিষ্যতে করোনামুক্ত পরিবেশে অনুরূপ প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রতিযোগিদের পক্ষ থেকে দাবি জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিপুল কান্তি দত্ত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, বিকাশ মজুমদার, দোলন মজুমদার, রূপক শীল, নিউটন সরকার, সুভাষ চৌধুরী টাংকু, অনুপ রক্ষিত, হরিপদ চৌধুরী বাবুল, সব্যসাচী দেব টিপু, মৃণাল দাশ, জয়রাজ শীল। কারিগরি সহায়তায় ছিলেন প্রবীর পাল ও সন্দীপন সেন। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস শীতে ঝুঁকি কতটা?
পরবর্তী নিবন্ধমোমবাতি জ্বালিয়ে চন্দনাইশে ধর্ষণের প্রতিবাদ