চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, “আমি, আপনি যদি সচেতন হই, তাহলে অপরাধ অনেকাংশে কমে আসবে। বর্তমান সময়ে মানুষ নামে কিছু নরপশু মানবিকতা বিসর্জন দিয়ে সমাজকে অশান্ত করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন চালাচ্ছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে দোহাজারী পৌরসদরে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি আইনী প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড করার দাবিতে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে ইতিমধ্যে ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। তা জাতীয় সংসদে পাশের অপেক্ষায় রয়েছে। যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” এক্ষেত্রে ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা এম কায়সার উদ্দীন চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, আফনান ইসলাম, শ.ই. রাহী, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, মহিলা আ’লীগ নেত্রী শাহানা আকতার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম হোসেন, দিদারুল হক দস্তগীর, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. মামুন, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবিদুর রহমান বাবুল, এসএম রহমান, আবু তালেব আনচারী, মো. নুরুল আলম, সৈকত দাশ ইমন, রতন দাশ, এমএ হামিদ, নাসির উদ্দিন, ফয়সাল চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, শহিদুল ইসলাম, আজিমুশ শানুল হক দস্তগীর, জনি আচার্য্য, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মাঈনুদ্দিন, হাজী শহিদুল ইসলাম, ফয়েজুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম, মো. আরাফাত, ইফতেখার নুর তিশন, সাবেক মেম্বার মো. শাহ আলম, জামাল উদ্দীন, জাপা নেতা একেএম বাদশা মিয়া, হকার নুরুল আমিন, বিভিন্ন সংগঠনের পক্ষে মুহিম বাদশা, শাহেদ হোসেন, সত্যপদ তালুকদার, মিতুন, আবদুল মান্নান হৃদয়, মঈনুল ইসলাম মহিউদ্দীন, ওবাইদুল হক চৌধুরী সায়েম প্রমুখ।