পুকুরে ছেঁড়া তার, চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় একটি মৎস্যপ্রকল্পের পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবক মারা গেছে। তার নাম মো. হেলাল উদ্দিন (৩৫)। তিনি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মাঝেরপাড়া এলাকার নুরুল কবিরের পুত্র। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মৎস্যপ্রকল্পে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢেমুশিয়া ইউনিয়নের আরিফ উদ্দিনের মৎস্যপ্রকল্পে শ্রমিক হিসেবে মাছ ধরতে যায় হেলালসহ একদল জেলে। এ সময় প্রকল্পের পুকুরে আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয় হেলাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবেগমগঞ্জের ধর্ষণের ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনে পার্বত্য মন্ত্রী