ইমামে আহলে সুন্নাত আল্লামা আহমদ রেযা খান ফাজেলে বেরলভীর (র.) ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে নগরীর কোরবানীগঞ্জস্থ বলুয়ারদিঘি খানকাহ শরীফে ওরশ মহফিল ও শানে আলা হজরত আলোচনা আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আঞ্জুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক থাকবেন আল্লামা কাজি মঈনুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি থাকবেন পেয়ার মুহাম্মদ কমিশনার, প্রধান আলোচক থাকবেন এডভেকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। প্রেস বিজ্ঞপ্তি।