তুষের আগুনে জ্বলছি সদা সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়। কোথায় গেলে পাবো শান্তি? কোথায় একটু স্বস্তি ভাই! আজব ভূমিতে কেমন গজব দিনে রাতে ঘটে যায়। এতো বিশৃঙ্খলা এতো অরাজকতা কিভাবে হয়ে যায়! নারী বলো শিশু বলো
কেউ আজ বাদ নাই। চলছে নির্যাতন চলছে অত্যাচার নিরাপত্তা কোথায় পাই?