থানচিতে ঝিরি-ঝর্ণায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১১:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী এবং ঝিরি-ঝর্ণা পথে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে উজানে নৌ-চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠে থানচি উপজেলার দর্শণীয় স্থান নাফাকুম ঝর্ণা, অমিয়কুম ঝর্ণা, সাতভাইকুম ঝর্ণা, রেমাক্রী জলপ্রপাত, বড়পাথর, দেবতা পাহাড় এবং তীন্দু, বড়মদক এলাকাগুলো। দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে গতকাল মঙ্গলবার থেকে থানচি উপজেলায় সাঙ্গু ও ঝিরি-ঝর্ণা পথে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। তবে থানচি উপজেলা সদরসহ জেলার অন্যান্য এলাকাগুলোতে দর্শনীয় স্থান এবং দৃষ্টিনন্দন ঝর্ণাগুলো ভ্রমণে কোনোরূপ নিষেধাজ্ঞা নেই। সবগুলো পর্যটন স্পটই খোলা রয়েছে দর্শনার্থীদের জন্য।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমৎস্যজীবী লীগের দোয়া মাহফিল