নগরীর চান্দগাঁও ও চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বিআরটিএ। গতকাল (সোমবার) সকালে পৃথক অভিযানে ১৯ মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন দুই আদালত।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সোমবার নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয় চালিয়েছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। তিনি ১১ মামলায় ১২ হাজার ৫শ টাকা জরিমানা করেন। একই সময়ে নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৮ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেন।