বায়না

বিবেকানন্দ বিশ্বাস | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

মন আমার আজকাল
খুব হয়েছে উন্মাতাল,
কবিতাকে পাওয়া চাই
এটাই তার বায়না।

মনকে বলি ধৈর্য ধরো,
হয়েছো অস্থির বড়ো,
ইচ্ছে হলেই কবিতাকে
সবাই কিন্তু পায় না।

‘কবিতা’ চপলা অতি,
যায় না বোঝা মতিগতি,
যখন তখন কারো কাছে
ধরাও দিতে চায় না।

তোমার গোপন কক্ষটার
অবারিত রাখো দ্বার,
নিত্য তুমি রাখো সাফ
সেথায় রাখা আয়না।

চোখ রাখো সে আয়নায়,
ধৈর্য রাখো অপেক্ষায়,
কখন সে দেবে ধরা
তা’তো বলা যায় না।

পূর্ববর্তী নিবন্ধওরা ধর্ষক
পরবর্তী নিবন্ধবারইয়ারহাটে হচ্ছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্বর