সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সীমানা নেই। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং একের পর এক সাহসী পদক্ষেপ কার্যত দেশকে এই অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে গেছেন। দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে।
গতকাল বুধবার প্রেসক্লাবে তৃণমূল এনডিএমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ‘উন্নয়নের বাংলাদেশ এবং একজন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, মহাসচিব মাওলানা আবদুল হান্নান।
অতিথি ছিলেন, কামরুল হুদা, মো. আবদুল ওয়াহাব লিটন, নাছির উদ্দিন আহমদ, পারমিতা ঘোষ, সিরাজুল ইসলাম, মো. সোলায়মান, সাইফুল ইসলাম রায়হান, দিলীপ দাশ, ফরিদ আহমদ অমৃত, অ্যাডভোকেট আবদুল্লাহ বাগমার, রাখাল চন্দ্র দে। বক্তব্য দেন, নজরুল ইসলাম, প্রণব চৌধুরী. মো. ফরিদুল আলম, খোরশেদ আলম, প্রণব চক্রবর্তী, মোহাম্মদ আবু জাফর বাবু, মোখলেছিন আকতার, মেজবাহ উদ্দিন হিরণ, মাওলানা নাছির উদ্দিন শেখ, ফরিদা ইয়াসমিন, রুনা খানম, সুলতানা বেগম রুপা, শিল্পী আকতার, সাহিদুল আলম ভূঁইয়া, ফয়সল আহমদ মজুমদার। প্রতিষ্ঠাবার্ষিকী শেষে পথশিশুদের খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।