করোনাকালে বিশেষ অবদানের জন্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনকে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হান্নান উক্ত সম্মাননা স্মারক প্রদান করেন। বক্তারা বলেন, করোনাকালে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন যে মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উপস্থিত ছিলেন পরিষদের মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, জেলা সভাপতি অ্যাডভোকেট সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপু, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী,মহানগর সহসভাপতি লেফটেন্যান্ট (অব)ইলিয়াস কামরু, মহানগর সহসভাপতি এম নুরুল হুদা চৌধুরী,অ্যাডভোকেট সফিউল আলম ছিদ্দিকী, অ্যাডভোকেট নজরুল ইসলাম,আবদুল জব্বার, ইসমত পাশা চৌধুরী ইনু, শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, সালমা বেগম, আরাফাতুল মান্নান ঝিনুক, মো. হায়াত উল্লাহ, মো. মুনির হোসেন, অ্যাডভোকেট পঙ্কজ নাথ, প্রকাশ ঘোষ পিকলু, লায়ন আবু সালেহ, এম এ মোনায়েম, সিদরাতুল এনি ও পরিষদের মহানগর, জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।