জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সকল থানা কমিটির যৌথ প্রতিনিধি সভা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব হোসেনের সভাপতিত্বে গতকাল বিকাল ৩টায় চকবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম শেঠ। বক্তব্য রাখেন জাতীয় পার্টির সহ–সভাপতি সালামত আলী, আবু জাফর মাহমুদ কামাল, অ্যাড. আজম খান, মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, দপ্তর সম্পাদক ছবির আহমদ, শফিউল আজম লিটন, হারুনুর রশিদ হারুন, নজরুল ইসলাম, ইরশাদুল হক সিদ্দীকি, মোহাম্মদ বেলাল, তানভীর, আলী ইমরান চৌধুরী, জহুর উদ্দীন জহির, গোলাম কিবরিয়া, নুরুল হুদা জুজু, মোহাম্মদ ইব্রাহিম, হাজী জানে আলম, হাজী নাসির উদ্দীন প্রমুখ। সভায় সোলায়মান আলম শেঠ বলেন, দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে করোনা মহামারি, অন্যদিকে দেশে এক শ্রেণির মানুষ এই মহামারিকে পুঁজি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। ছাত্রলীগের কর্মীদের দ্বারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। দেশের এই দুঃসময়ে জাতীয় পার্টির সরকার খুবই প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।