ফটিকছড়ির কাঞ্চননগরে ফকির আহমদ (৩৫) নামে এক কৃষককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুইদ্দ্যাখোলা খালে তার লাশ পাওয়া যায়। সে কাঞ্চননগর ইউপির ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া এলাকার মো. এজাহারের ছেলে। ফকির আহমদের ৮ বছর ও ৫ বছর বয়সের ২ কন্যা সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘাতকরা ফকির আহমদকে জবাই করে হত্যা করেছে। তার পিটে এবং পেটে চুরি দিয়ে কেটে দেয়ায় তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় রহমত উল্লাহ বলেন, সকাল থেকে লাশটা খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়।
ওই এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে। তাই এলাকাবাসীর ধারণা পাহাড়ি কোন সশস্ত্র সংগঠন চাঁদা দাবিসহ কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আক্তার বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। কে এ হত্যায় জড়িত থাকতে পারে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।