সীতাকুণ্ডে শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ পিতার বিরুদ্ধে। গত শনিবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত শিশু সাইফুল ইসলাম তানিমকে (৮) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার উপজেলার মুছারঘাটা ভাড়া বাসা থেকে সৎ পিতা সালাউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা ইয়াসমিন আক্তার বলেন, গত শনিবার সকালে দ্বিতীয় স্বামী সালাউদ্দিন আমার প্রথম স্বামীর ছেলে সাইফুল ইসলাম তানিমকে পাহাড়ের ঝিঙা ক্ষেতে নিয়ে যান। পরে বিকাল ৪টার দিকে তানিমকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে রেখে যান। এসময় তানিমের পিঠ, বুক, পেট, মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সালাউদ্দিনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির মা আরো বলেন, সালাউদ্দিন আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করে ঠকিয়েছেন। আমার আগের সংসারের ছেলে তানিমকে শুরুতে তিনি মেনে নিলেও এখন আর সহ্য করতে পারছেন না। তাই তাকে গুরুতর জখম করেছেন। আমি এর শাস্তি চাই।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই আবুল বাশার বলেন, শিশু নির্যাতনকারী সৎ পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল রোববার সালাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।