- মহাকাশ থেকে আমাদের পৃথিবী নামের গ্রহটিকে নীল চকচকে মার্বেলের মতো দেখালেও এ পৃথিবীর তিন ভাগের এক ভাগ জায়গা কিন্তু আংশিক বা সম্পূর্ণ মরুভূমি।
- পৃথিবীর যে জায়গায় বছরে ১০ ইঞ্চির (২৫ সেন্টিমিটার) কম বৃষ্টিপাত হয় সেটিকে মরুভূমি বলা হয়। আর মরুভূমি আছে পৃথিবীর প্রত্যেক মহাদেশেই।
- মরুভূমি যে শুধু ধুলোময় হয় তা কিন্তু নয়। পৃথিবীর প্রায় ২০ ভাগ মরুভূমি বালিতে ঢাকা হলেও আয়তনের দিক দিয়ে বৃহত্তম শীতল মরুভূমিটি হলো এন্টার্কটিকা মরুভূমি যেটি বরফে ঢাকা। বরফে ঢাকা আরো একটি মরুভূমি হলো আর্কটিক মরুভূমি। আর বৃহত্তম উষ্ণ মরুভূমিটি হলো উত্তর আফ্রিকার সাহারা যেটি ১২টি দেশে বিস্তৃত।
- উল্লেখ করার মতো আরো কয়েকটি মরুভূমি হলো মধ্যপ্রাচ্যের আরব মরুভূমি, এশিয়ার গোবি মরুভূমি, আফ্রিকার কালাহারি মরুভূমি, অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়ান মরুভূমি, মধ্যপ্রাচ্যের সিরীয় মরুভূমি, উত্তর আমেরিকার গ্রেট বেসিন মরুভূমি, আফ্রিকার নামিব মরুভূমি, ভারতের থর মরুভূমি, দক্ষিণ আমেরিকার চিলির আটাকামা মরুভূমি ইত্যাদি।
- চিলির আটাকামা মরুভূমির কিছু অঞ্চলে কোনোদিনও বৃষ্টি হয়নি। আবার কিছু অঞ্চলে বছরে বৃষ্টি হয় .০৮ ইঞ্চিরও (২ মিলিমিটার) কম। বিজ্ঞানীরা মনে করেন মরুভূমিটির কিছু অংশ চরম শুকনো অবস্থায় আছে ৪ কোটি বছর ধরে। সেজন্য এটি বিশ্বের সবচেয়ে শুকনো স্থান হিসেবে পরিচিত।
- পৃথিবীর প্রায় ১শ’ কোটি মানুষ মরুভূমি অঞ্চলে বসবাস করে। সবচেয়ে বড় মরুভূমি শহরগুলো হলো মিশরের রাজধানী কায়রো এবং পেরুর রাজধানী লিমা।
- মরুভূমির অনেক প্রাণী নিশাচর। তারা দিনে ঘুমায় আর রাতে বের হয় কারণ রাতের তাপমাত্রা অনেকটা সহনশীল থাকে।
- মরুভূমির কিছু প্রাণী পানি সংগ্রহ করে উপকূলীয় মরুভূমি থেকে অথবা পিঠের কুঁজে পানি জমিয়ে রাখে যেমনটি করে থাকে উট।
- মরুভূমিতে দিনের বেলায় উচ্চ তাপমাত্রা এবং রাতের বেলায় কোনো কোনো সময় হিমশীতল তাপমাত্রা মানুষের বসবাসের জন্য বিপদজ্জনকও হতে পারে।
- বাইসাইকেলে চড়ে সাহারা মরুভূমি পাড়ি দেয়ার রেকর্ড গড়েছিলেন লন্ডনের ৩৬ বছর বয়সী মার্কেট সিকিউরিটি এনালিস্ট রেজা পাকরাভান ২০১১ সালে। তিনি ১ হাজার ৮৪ মাইল পথ পাড়ি দিতে সময় নিয়েছিলেন ১৩ দিন, ৫ ঘণ্টা, ৫০ মিনিট এবং ১৪ সেকেন্ড। তিনি যাত্রা করেছিলেন আলজেরিয়া থেকে। তারপর বাইসাইকেল চালিয়ে দক্ষিণে যাওয়ার পর পূর্বদিকে মোড় নিয়ে নাইজার ও শাদের মধ্য দিয়ে সুদান গিয়ে পৌঁছান।