নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। ৭৫ এ জাতির জনককে সপরিবারে হত্যা ও জাতীয় চার নেতাকে কারাভ্যন্তরে নির্মমভাবে হত্যার পর বেনিফিসিয়ারি বিএনপি জামাত ইতিহাস বিকৃতির হীন খেলায় মেতেছিল। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির জনকের নাম চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। পাকিস্তানি ভাবধারার একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু, ইতিহাস কাউকে ক্ষমা করেনি, করবে না। গতকাল কাজীর দেউড়িস্থ সাংবাদিক হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ খান ও সাধারণ সম্পাদক খন্দকার রাশেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সেলিম রেজা শামীম, মহানগর সহ-সভাপতি মোজাম্মেল হক মানিক, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম শানু, প্রচার সম্পাদক খাইরুজ্জামান বাবু, মাসুদ খান খোকন, সোহেল রানা, গোলাম মোস্তফা, আব্দুল আলিম, মনির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।