লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে জেলা গভর্নর ও গভর্নর টিমকে অভ্যর্থনা জানানো হয়েছে। নগরীর জামালখানস্থ সিনিয়রস ক্লাব লিমিটেডে লায়ন প্রকৌশলী দিবাকর সেনগুপ্তের সভাপতিত্বে ও লায়ন প্রকৌশলী ঝুলন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গোপাল কৃষ্ণ লালা, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. শওকত আলী চৌধুরী, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মো. মনিরুল কবিরও সংবর্ধিত হন।
ডিজি টিম সংবর্ধনা উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর একজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ ও নগদ অর্থ সহায়তা, একজন অসচ্ছল স্কুল শিক্ষার্থীর পুরো বছরের শিক্ষা ব্যয়ের নগদ অর্থ সহায়তা ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন এ নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর মহানগর লায়ন্স ক্লাবের মেম্বারদের বিভিন্ন সার্ভিস প্রোগ্রামের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের দিক নির্দেশনা দেন। মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।