লোহাগাড়ার চুনতিতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর প্রায় আধা কিলোমিটার দূরত্বে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি মাইক্রোবাস।
দূর্ঘটনায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনায় উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে।
এছাড়া, জাঙ্গালিয়া ঢালা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থলে হতাহত কাউকে পাওয়া যায়নি। তারা যাবার আগেই আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে চলে যায়।
দূর্ঘটনা কবলিত গাড়ি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।