লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার শাহ আমানত (রহঃ) এর মাজার প্রাঙ্গনে তানজিমুল মুসলেমীন এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট লায়ন কে, এম, মাহাবুবুর রহমান আলমগীর।
ক্লাব কো-অর্ডিনেটর লায়ন আব্দুল্লাহ আল হোছাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন হাছান মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জি,এল,টি কো-অর্ডিনেটর লায়ন এস, এম আশরাফুল আলম আরজু। উপস্থিত ছিলেন লায়ন মির্জা জাহিদ হোসেন, লায়ন ফরিদ মজুমদার, লায়ন নাঈমুল ইসলাম চৌধুরী মাসুদ, লায়ন খোরশেদ আলম বাবুল ও এতিমখানার নির্বাহি হাফেজ আমান উল্লাহ।পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










