মাইজভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে গত রবিবার হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (রহ.) চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা বলেছেন, বর্তমান বিতর্কময় ও অস্থিতিশীল বিশ্বে মাইজভাণ্ডারী দর্শন আমাদেরকে শান্তি ও মুক্তির শিক্ষা দেয়।

প্রতিবছরের ন্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে ছদারত করেন, শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)। মাহফিলে আলোচনায় অংশ নেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা শায়খ সাইফুল আজম আল-আজহারী, মুফতি ইবরাহীম আল কাদেরী, মুফতি বাকী বিল্লাহ আল-আজহারী, মুফতি সৈয়দ গোলাম কিবরীয়া আল-আজহারী, খতিব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী, মুফতি ইলিয়াস হোসাইনী মাইজভাণ্ডারী প্রমুখ।

মাওলানা আবুল কাসেম মুহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবদুল হামিদ, মুফিজুল আলম, কফিল উদ্দিন, লালন ওসমান, মাওলানা মুহাম্মদ হাসান, মোস্তফা কায়সার মাহমুদ সুজন প্রমুখ। শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক রেজা মুজাম্মেলের স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের খাবার বিতরণ