গতিশীলতার মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবেলার ওপর গুরুত্ব

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ।। ‘ঝুঁকিপূর্ণ কন্টেনার থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন’

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমে গতিশীলতার মাধ্যমে চলমান বৈশ্বিক সংকট মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সাথে গত বৃহস্পতিবার বৈঠককালে তিনি এই আহ্বান জানান। তিনি বন্দরের অভ্যন্তরে গড়ে উঠা কন্টেনারের আধিক্য কমানোর উদ্যোগ নেয়ার উপরও জোর দেন। বিএম কন্টেনার ডিপোর প্রসঙ্গ তুলে তিনি এই ধরনের ঘটনার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, বন্দরে অভ্যন্তরে ঝুঁকি সৃষ্টি করে এমন কোনো কন্টেনার থাকলে তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বন্দরের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস টানা তিন ঘন্টারও বেশি সময় বন্দরে বৈঠক করেন। পরে তিনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পতেঙ্গা কন্টেনার টার্মিনালও পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধগেটম্যান সাদ্দাম আটক