নগরীর পৃথক দুটি এলাকায় এক গৃহবধূসহ দুইজন আত্মহত্যা করেছেন। এর মধ্যে জামালখান এলাকার সিপিডিএল ম্যাজেস্টা ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে গত ১১ জুলাই গায়ত্রী চৌধুরী (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। তিনি ওই ভবনের ৭ম তলার বাসিন্দা রিটন চৌধুরীর স্ত্রী। অপরদিকে হালিশহর থানাধীন বি ব্লকের ১৬ নম্বর লাইন এলাকায় আত্মহত্যা করেছেন মো. মাহাতাব উদ্দিন (২৫) নামের এক যুবক। তিনি ওই এলাকার সৈয়দ আবুল কালাম আজাদের লাল বিল্ডিংয়ের মো. কামাল উদ্দিনের ছেলে।
চমেক হাসপাতালের ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গায়ত্রী চৌধুরী। অন্যদিকে বাথরুমে আত্মহত্যা করে মাহাতাব উদ্দিন নামের যুবক। পরে দুইজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।