পাহাড় কাটা ও খাল ভরাটসহ বিভিন্ন অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মুফিদুল আলম সোমবার (৭ ফেব্রুয়ারি) এ জরিমানা করেন।
তিনি দৈনিক আজাদীকে বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশােধিত ২০১০) এর ৭ ও ১২ ধারার আলােকে ক্ষতিপূরণ আরােপ করা হয়।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাঁদপুরের নিউ ব্রিক্স মনিরকে এক লাখ টাকা, ফেনীর দিলদার গ্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা, ফেনীর চিটাগং বেকারিকে ১০ হাজার টাকা, কক্সবাজারের কোয়ালিটি হােমকে ৪০ হাজার টাকা, হারুনুর রশিদ খােকনকে ২৫ হাজার টাকা, সাকিব পােস্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা, মো. সেলিমকে ছয় লাখ টাকা, মাহফুজুর রহমানকে ১৫ লাখ টাকা, ঠান্ডা মিয়া অটো রাইচকে ৫০ হাজার টাকা, এল আর প্লাজাকে ৫০ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার রংগন ব্রিক্স এন্ড কোংকে এক লাখ টাকা, লক্ষীপুরের মদিনা ব্রিক্সকে দুই লাখ টাকা, রহিমা ব্রিক্সকে এক লাখ টাকা, নোয়াখালীর মায়ের দোয়া ব্রিক্স এন্ড কোং-কে এক লাখ টাকা এবং ভাই ভাই ব্রিক্স ম্যানুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।