রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ১১:২৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার পোমরা ও ইসলামপুর ইউনিয়নে পৃথক এই অগ্নিকাণ্ডগুলো ঘটে।
এতে দুই জায়গাতেই মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পোমরা থেকে জাহেদুল আলম চৌধুরী আইয়ুব জানান, আজ মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় স্থানীয় ইমরানের ভাঙারির দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়লে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই দু’টি দোকান যুবলীগ নেতা মো. সাবেরের মালিকানাধীন ছিল।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত সাবের।
অন্যদিকে, ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বেলাল জানান, ওই এলাকার বেতছড়ি গ্রামের সাইফুল ইসলাম ও মো. নুরুন্নবীর মালিকানাধীন দু’টি মুদির দোকান পুড়ে গেছে।
দুপুরের দিকে তারা দোকান বন্ধ করে ভাত খেতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “পোমরা বুড়ির দোকানে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ইসলামপুর ও পোমরায় পৃথক অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন নিখিল চাকমা
পরবর্তী নিবন্ধতিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি