ইমরানের গ্রেফতারের পর ইসলামাবাদে ১৪৪ ধারা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৭:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার হওয়ার পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই গ্রেফতারের নিন্দা জানিয়েছে তার দল পিটিআই। পাশাপাশি কর্মী-সমর্থকদের বিক্ষোভে নামার ডাক দিয়েছে দলটি।

ইসলামাবাদ পুলিশ টুইটারে ১৪৪ ধারা জারির খবর জানিয়ে সতর্ক করে বলেছে, ১৪৪ ধারা ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ইসলামবাদে লোকজনের চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ।

এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানি রেঞ্জার্সের কর্মীরা হেফাজতে নেয়। তিনি সেখানে গিয়েছিলেন তার বিরুদ্ধে হওয়া বেশ কয়েকটি এফআইআরে জামিন নিতে।

সাবেক এই প্রধানমন্ত্রীকে কালো রঙের একটি গাড়িতে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর জেনারেল অভ পুলিশ (আইজিপি), ইসলামাবাদ আকবর নাসির খান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।

ইমরান খানকে গ্রেফতারের পর নিন্দা জানিয়েছে তার দল পিটিআই। দলটি এই গ্রেফতারকে বলছে আইনশৃঙ্খলাবাহিনীর অপহরণ। দলের পক্ষ থেকে সমর্থক ও কর্মীদের বিক্ষোভে নামার আহ্বান জানানো হয়েছে।

পিটিআই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটে বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা ইমরান খানকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গুলিতে নিহত ৩ বমের মরদেহ হস্তান্তর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হা‌মিদ হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার