৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর প্রায় ২২২ ঘণ্টা ওই নারী ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন।

গতকাল বুধবার টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ওই নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে একটি অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন। তার নাম মেলিক ইমামোগ্লু। খবর বাংলানিউজের।

তুরস্কসিরিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানের নবম দিন ছিল গতকাল। প্রাণের খোঁজে এখনো সেখানে অভিযান চলছে।

এদিকে তুরস্কসিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পার হলেও নিহতের সংখ্যা বেড়েই চলছে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার ও জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা ৪১ হাজার ২১৮ জন।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের মেগা ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধআসছে নতুন নতুন বই বাড়ছে পাঠক সন্তুষ্টি