৯৯৯ এ ফোন করে রক্ষা পেলো দুই তরুণী

পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, গ্রেপ্তার তিন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

পাহাড়তলীতে এক বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল দুই তরুণীকে। গত শনিবার দুপুর আড়াইটায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে রক্ষা পায় ওই দুই তরুণী। এর আগে ৯৯৯ এ ফোন পাওয়ার পর পাহাড়তলী থানাধীন প্রাণ হরিদাস রোডস্থ বিবেকানন্দ নাথের তনয় বিতার নামের ভবনে অভিযান চালিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বাঁশখালী থানাধীন ইছাখালী গ্রামের মৃত মামুনের স্ত্রী মর্জিনা বেগম, সন্দ্বীপের বাউরিয়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৪) এবং লক্ষীপুর জেলার রামগতি থানাধীন বড়খিরি গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে মো. রাশেদ উদ্দিন (৪৮)। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে আমরা দুই ভিকটিমকে উদ্ধার করেছি। তিন অপরাধীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতরা দুই তরুণীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধশরতের রূপ দর্শন
পরবর্তী নিবন্ধবিজয় টিভি দুর্নীতি মামলা ফের চালু