চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী এক যাত্রীর কাছ থেকে ২৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা যৌথভাবে এসব মুদ্রা জব্দ করেন।
এ ঘটনায় মোহাম্মদ কায়সার হামিদ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে।
চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন সাংবাদিকদের বলেন, আরব আমিরাতগামী যাত্রীর কাছ থেকে ৯০ হাজার দিরহাম পাওয়া গেছে।
বাংলাদেশি টাকায় এসব বিদেশি মুদ্রার বিনিময়মূল্য ২৭ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী একজন যাত্রী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা নিতে পারেন।
ওই যাত্রীর নির্ধারিত পরিমাণের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তা জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।