বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন। সম্ভবত নিঃসঙ্গ বোধ করছিলেন তিনি যদিও তার আছে পাঁচ ছেলে। তাই বিয়ে করেছেন ৯০ বছর বয়সে।
৯০ বছর বয়সী এই বরটি হলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সভাপতি।
আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত তার বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
৪০ বছর বয়সী পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে।
ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হওয়া আলোচনায় অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করে থাকতে পারেন।
ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী বলেন, “সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।”