৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জসিমের মতবিনিময়

| শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১১:৩২ অপরাহ্ণ

সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া সমর্থনে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় কৈবল্যধাম (বিশ্ব ব্যাংক) আবাসিক এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিডিএইচ ব্লক এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাস্টার আবু জহুর। শামীম আহমেদ সুমনের পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল আলম জসিম। এতে আরও উপস্থিত ছিলেন সাইদুর রহমান আরমান, আবুল কাশেম, হাজী এমরান মিয়া, ইকবাল হোসেন, ফারুক আহমেদ, আশরাফ উদ্দিন হাসনাত, হুমায়ুন কবির, মসিউর রহমান, আবুল খায়ের প্রমুখ।

এছাড়াও আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শিশির কান্তি বল, মাহফুজ চৌধুরী, আবদুল আউয়াল প্রমুখ।

এসময় ভোটারদের উদ্দেশ্যে কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল আলম জসিম বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর অধিকার নিশ্চিতকরণ, গ্রীন ও ক্লিন সিটিকে আরও অগ্রগতি করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া পদে ভোট দিন।

কাউন্সিলর প্রার্থী জসিম আরও বলেন নির্বাচিত হলে আগামীতে ৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত নান্দনিক মডেল ওয়ার্ড উপহার দিব এবং অসমাপ্ত কাজগুলো সমাধান করবো।

পূর্ববর্তী নিবন্ধজামালখানের আশকার দীঘিতে শৈবাল দাশের গণসংযোগ
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের সহধর্মিনী নুসরাত জাহানের গণসংযোগ