৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আবসার মিয়া ও তার ছেলে মো. সাজ্জাদুল হাসান আজ শনিবার (১৬ জানুয়ারি) পৃথম পৃথকভাবে ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
নুরুল আবসার মিয়ার রেডিও প্রতীকে গণসংযোগ করার জন্য ঢাকা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিক।
নুরুল আবসার মিয়ার ছেলে মো. সাজ্জাদুল হাসানের নেতৃত্বে রেডিও প্রতীকে গণসংযোগ ওয়ার্ডের মিনার এলাকা থেকে শুরু হয়ে বিশ্ব কলোনি হয়ে কৈবল্যধামে গিয়ে শেষ হয়।
এসময় ব্যারিস্টার তৌফিক বক্তব্য রাখেন। গণসংযোগে উপস্থিত ছিলেন মো. আলম, কচি, রাজীব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নুরুল আবসার মিয়া দলীয় কাউন্সিলর প্রার্থী। আগামী ২৭ তারিখ মেয়র পদে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে নুরুল আবসার মিয়াকে রেডিও প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা।