আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াছ খান। শামীম আহম্মেদ সুমনের পরিচালনায় এসময় বক্তারা ৯নং ওয়ার্ডে বিগত পাঁচ বছর জহুরুল আলম জসিমের সময়কালে যে উন্নয়নের অগ্নিমশাল জ্বলে উঠেছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় জহুরুল আলম জসিম ভাইকে মিষ্টি কুমড়া প্রতীকে রায় প্রদানের অনুরোধ জানান।
এসময় কাউন্সিলর প্রার্থী জসিম বলেন, আমি ২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার রাস্তা ঘাট, নালানর্দমা, সড়কবাতি উন্নয়নে কাজ করেছি। এছাড়াও অনেক স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে নিজের জন্য মিষ্টি কুমড়া প্রতীকে রায় প্রদানের অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল রহমান, জসীম উদ্দিন, মো. ইকবাল হোসেন, আনোয়ার পাশা, আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, এমরান মিয়া, সাইদুর রহমান আরমান, আবুল খায়ের, জাহাঙ্গীর কবির নয়ন, এম সেলিম বাদশা, খোকন শীল, শিশির কান্তি বল, আবু নোমান, মো. আব্দুল মান্নান, যুবলীগ নেতা শরিফুল আলম, বেলাল উদ্দীন জুয়েল, আবু সুফিয়ান মাহমুদ, রাজন, আজিম, তৌহিদুর রহমান পাপ্পু, একেএম আরিফুল ইসলাম, সুমন প্রমুখ।