৮ লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

চসিকের ভ্রাম্যমাণ আদালত ।। জালালাবাদে শতাধিক দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

অব্যাহত আছে বকেয়া পৌরকর আদায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের তৃতীয় দিন গতকাল সোমবার রাজস্ব সার্কেল-১ আওতাভুক্ত শুলকবহর ও পাঁচলাইশ ওয়ার্ডে অভিযান পরিচালিত হয়। এ সময় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ সাত লাখ ৯৬ হাজার ৬৩৫ টাকা চেকের মাধ্যমে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় তিন ব্যক্তিকে সাত হাজার টাকা জরিমানা করে।

প্রসঙ্গত, গত ১৮ মে থেকে বকেয়া পৌরকর আদায়ে ভ্রাম্যমাণ আদালত শুরু করে চসিক। প্রথমদিন নয় লাখ ১১ হাজার টাকা এবং দ্বিতীয় দিন গত রোববার আদায় করা হয় এক লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা।

উচ্ছেদ অভিযান : গতকাল চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে খুলশী থানায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। এ সময় মুরগিফার্ম হতে জালালাবাদ হাউজিং পর্যন্ত রাস্তার উভয় পাশ থেকে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে রাস্তা দখল করে দোকান নির্মাণ করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসার জন্য আধা কিমি জুড়ে সিসি ক্যামেরা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আইপিএল নিয়ে বিতণ্ডার জেরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২