নগরীর পতেঙ্গা এলাকা থেকে প্রায় ৮ লাখ টাকার চোরাই ডিজেলসহ মো. তারেক (১৯) নামের এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার তারেক নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার মো. নুরের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, নগরীর পতেঙ্গা এলাকায় অবৈধ উপায়ে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করার জন্য ডিজেল মজুদ করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেলসহ তারেক নামের চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতঘর তল্লাশি করে ১৪৩টি জারিক্যান ও ২৫টি ড্রামভর্তি ১১ হাজার ৩১০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেলের বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।