৮ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি শ্রমবাজারে কেলেঙ্কারি

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

শ্রমবাজারে ভিসা বাণিজ্যের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ, যার মধ্যে আটজন বাংলাদেশি রয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে দুজন ঢাকার সৌদি দূতাবাসের কর্মকর্তা। দুজন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। বাকি একজন ফিলিস্তিনি ব্যবসায়ী। খবর বিডিনিউজের। সৌদি আরবের দুর্নীতি

 

দমন কর্তৃপক্ষ নাজাহা ফৌজদারি অপরাধে শনিবার তাদের গ্রেপ্তারের খবর দেয়। গ্রেপ্তার আবদুল্লাহ ফালাহ মুদি আলশামারি ঢাকায় সৌদি দূতাবাসের কনসুলার সেকশনের প্রধানের দায়িত্বে ছিলেন। অন্যজন খালেদ নাসের আয়েদ আলকাহতানি একই শাখায় উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ওই দুই কর্মকর্তা

দূতাবাসের দায়িত্ব থাকা অবস্থায় শ্রমিক ভিসা ইস্যুর বিনিময়ে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল (১৫৪ কোটি টাকা) ঘুষ নিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তদন্তে নাম আসায় বাংলাদেশি নাগরিক আশরাফ উদ্দিন আকন্দ, আলমগীর হোসেন খান, শফিক আল ইসলাম শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আরো আছেন ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মালিক মোহাম্মদ নাসের উদ্দিন নূর, বাংলাদেশি জায়েদ উওসিদ মাফি, আবুল কালাম মোহাম্মদ রফিক আল ইসলাম, আজিজ আলহাক মুসলিম উদ্দিন ও আলামিন খান শহীদুল্লাহ খান।

পূর্ববর্তী নিবন্ধএয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যুবলীগ নেতাকে জরিমানা