বোয়ালখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যুবলীগ নেতাকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্‌বায়ক মো. শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলা পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার

 

সাঁটিয়ে গাড়িতে প্রচারণা চালাচ্ছিলেন। গতকাল রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ জরিমানা করেন। এ সময় সড়কে ইট রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো. ইলিয়াছ নামের এক ইট ব্যবসায়ীকে ২০ হাজার টাকার জরিমানা করেন আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা করছিলেন মো. ইলিয়াস নামের এক ব্যবসায়ী। তিনি জনদুর্ভোগ সৃষ্টি করায় সংশ্লিষ্ট আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষ্যে

প্রচারণার সময় নির্বাচনী আচরণ বিধিমালা লক্সঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ বাংলাদেশি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধছয় পোশাক শ্রমিক হঠাৎ অজ্ঞান