৮ বছর পর মুক্তি পাচ্ছে ‘যৈবতী কন্যার মন’

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:১৮ অপরাহ্ণ

সেলিম আল দীনের কথানাট্য অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘যৈবতী কন্যার মন’। সরকারি অনুদানে এ সিনেমাটি নির্মাণ করেছেন নারগিস আক্তার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘যৈবতী কন্যার মন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও বাংলাদেশের গাজী আবদূন নূর। ‘কালিন্দি’ ও ‘আলাল’ চরিত্রে দেখা যাবে সায়ন্তনী ও নূরকে। এছাড়া আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। ২০১৩ সালের ২১ আগস্ট এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয়েছিল সিনেমাটির মহরত। সম্প্রতি সেন্সর পেয়েছে ‘যৈবতী কন্যার মন’। মুক্তি উপলক্ষে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। এদিকে প্রায় ৮ বছর পর সিনেমাটি মুক্তি প্রসঙ্গে নারগিস আক্তার বলেন, ‘অনেক আগেই অনুদান পেয়েছি। সেলিম আল দীনের গল্পে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। কিছু ক্ষেত্রে স্ক্রিপ্ট কারেকশন করতে হয়েছে একাধিকবার। তবে শেষ পর্যন্ত সিনেমাটি হলে আসছে এটাই খুশির খবর। আশা করি, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

পূর্ববর্তী নিবন্ধঅরিজিতের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রূপরেখা!
পরবর্তী নিবন্ধনুসরাত ফারিয়ার ঘরে নতুন অতিথি