চট্টগ্রামে করোনায় ৮ দিন পর মৃত্যুশূন্য দিন কাটলো। ২৪ ঘণ্টায় নতুন ১১০ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৩৭৪ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪১ হাজার ৮২৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৮৭৬ জন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩৫ হাজার ৯৫১ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৩৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১১৯ জন। উল্লেখ্য, এর আগে গত ২৬ মে মৃত্যুশূন্য দিন ছিল চট্টগ্রামে।
গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬২৬ জন মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে নগরীর ৪৪৮ জন ও জেলার ১৭৮ জন। সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত মোট ৪ লাখ ৬৯ হাজার ৬৯৩ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে।