বন্ড সুবিধায় এলো কন্টেনার ভর্তি বিদেশি সিগারেট

১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বন্ড সুবিধায় প্লাস্টিক হ্যাংগার ঘোষণায় কন্টেনারভর্তি বিদেশী সিগারেট নিয়ে এসেছে সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান ভার্সাটাইল অ্যাটায়ার লিমিটেড। মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা। কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২৮ মে চীনের সাংহাই বন্দর থেকে এমভি এলিয়ন জাহাজে করে চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। চালানটি খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট জয়িতা ট্রেড কর্পোরেশন গত পহেলা জুন বিল অব এন্ট্রি দাখিল করেন। যার নম্বর-সি-৮৮৫২৯৫। গত ৩ জুন শুল্কায়ন প্রক্রিয়ার পর চালানটি বন্দরের এনসিটি ইয়ার্ড হতে খালাসের চেষ্টাকালে গোপন খবরের ভিত্তিতে কাস্টমসের এআইআর টিম ডেলিভারি ভ্যান তল্লাশি করে। এ সময় এআইআরের কর্মকর্তারা পণ্যের কার্টনের গায়ে ইম্পোর্টার : তুরাগ গার্মেন্টস অ্যান্ড হইসারি মিলস লিমিটেড, গাজীপুর সদর, গাজীপুর লেখা অবস্থায় অপর দুটি কার্টন দেখতে পান। এর মধ্যে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এ সময় আমদানিকৃত সিগারেট পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-ট-২২-৬৫৩১) বন্দরের অভ্যন্তরে জব্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের জেটি সরকার জাকির হোসেন ও জেটি সরকারের সহকারী নেছার উদ্দিন, বন্দর নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তারা চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করেন। কাভার্ড ভ্যান থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, ৩০০ টি কার্টনের প্রতিটিতে সিগারেটের দুইটি ইনার কার্টন। এতে বিদেশী ৩টি ব্যান্ডের মধ্যে ২০ লাখ শলাকা ইজি, ২০ লাখ শলাকা মল্ড এবং ২০ লাখ শলাকা অরিস অর্থাৎ মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যার মোট নেট ওজন ৩ টন এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (এআইআর শাখ) মো. রেজাউল করিম দৈনিক আজাদীকে বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে আমদানিকারক ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজীবন-জীবিকা রক্ষার ‘স্বচ্ছ রূপরেখা’ বাজেটে নেই
পরবর্তী নিবন্ধ৮ দিন পর মৃত্যুশূন্য চট্টগ্রাম