৮ কোটি টাকা মূল্যের ৮ একর ভূমি উদ্ধার

বায়েজিদ থানা রোড এলাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানা রোড এলাকায় অবৈধভাবে দখল হওয়া ৮ কোটি টাকা মূল্যমানের ৮ একর ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও সৈয়দ শামসুল তাবরিজ। অভিযানে অংশ নেয়া চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, উদ্ধার হওয়া ভূমি গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন। অবৈধভাবে জায়গাটি দখলে নিয়ে দোকান, গ্যারেজ ও শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করা হয়। সেগুলো উচ্ছেদ করা হয়। এছাড়া অভিযানে বায়েজিদ খালপাড়ে অবৈভভাবে গড়ে উঠা দুইটি দোকান উচ্ছেদ করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআষাঢ়ী পূর্ণিমা আজ