আষাঢ়ী পূর্ণিমা আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি। দেশের বিভিন্ন জেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের সময়ে আষাঢ়ী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ঘটনা তিনটি হলোগৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ, রাজপ্রাসাদ, রাজত্ব ও স্ত্রীপুত্রের মায়া ত্যাগ করে দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশে প্রথম ধর্মের বাণী প্রচার। এ ঘটনাগুলোকে উপলক্ষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকে। আষাঢ়ী পূর্ণিমার পরবর্তী তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। বর্ষাবাস শেষ হওয়ার পর প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারসহ নগরীসহ দেশের সব বৌদ্ধ বিহারে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ কোটি টাকা মূল্যের ৮ একর ভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধ২০২২ সালে আ. লীগের আয় কমে অর্ধেক, বেড়েছে ব্যয়