৮৬ বছর পর মিরাজ

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সকালে নতুন বলে এক প্রান্ত থেকে মেহেদী হাসান মিরাজের স্পিনে আক্রমণ শুরু করে বাংলাদেশ। তাতে বিরল এক নজিরও গড়া হয়ে যায়। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে শুক্রবার টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারটি করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ, দ্বিতীয় ওভার করেন মিরাজ। তাতেই ৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দেখল নতুন কিছু। সবশেষ সেই ১৯৩৫ সালের ডিসেম্বরে টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকায় নতুন বল হাতে নিয়েছিলেন কোনো স্পিনার।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ডে যেতে পারলো না চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা