৮১ ইউপিতে পুরনোরাই

বৃহত্তর চট্টগ্রামের ৯০ ইউনিয়ন ।। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোয়ন পেলেন যারা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামে দ্বিতীয় ধাপে ৯০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি; কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়। গত রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে ৮১ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই মনোনয়ন পেয়েছেন। বর্তমান চেয়ারম্যানের মধ্যে বাদ পড়েছেন মীরসরাইয়ে ৪ জন, সীতাকুণ্ডে ১ জন এবং ফটিকছড়িতে ৪ জন।
চূড়ান্তভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালায় বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মুরাদপুরে এস এম রেজাউল করিম, বাড়বকুণ্ডে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, বাঁশবাড়িয়ায় বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরায় বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়িতে বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, ভাটিয়ারীতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন এবং ছলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ।
মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলীতে সোনা মিয়া, জোরারগঞ্জে মোহাম্মদ রেজাউল করিম মাস্টার, ধুম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ওসমানপুরে বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল হক, ইছাখালীতে বর্তমান চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছড়ায় বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দুর্গাপুরে বর্তমান চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্ল্লব, মীরসরাই ইউনিয়নে মোহাম্মদ সামছুল আলম দিদার, মিঠানালায় বর্তমান চেয়ারম্যান এমএ কাশেম, মঘাদিয়ায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, খইয়াছড়ায় মাহফুজুল হক, মায়ানী থেকে বর্তমান চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, হাইতকান্দিতে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ওয়াহেদপুরে বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল কবির এবং শাহেরখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. রুস্তম আলী, দাঁতমারায় মো. জানে আলম, নারায়ণহাটে মো. হারুন রশিদ, হারুয়ালছড়িতে জুলফিকার আলী, পাইন্দংয়ে শাহ আলম সিকদার, কাঞ্চন নগরে মো. দিদারুল আলম, সুন্দরপুরে মো. শাহনেওয়াজ, লেলাংয়ে সরোয়ার উদ্দীন, রোসাংগিরিতে সোয়েব আল ছালেহীন, বক্তপুরে মো. সোলায়মান, জাফতনগরে আবদুল হালিম, ধর্মপুরে কাজী মাহমুদুল হক, সমিতিরহাটে মো. হারুন অর রশীদ ইমন এবং আবদুল্লাহপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মুহাম্মদ অহিদুল আলম।
কঙবাজার জেলার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী এবং পিএম খালী ইউনিয়নে সিরাজুল মোস্তাফা। রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম সিকদার, ফতেখারকুলে নুরুল হক, গর্জনিয়ায় মুজিবুর রহমান, ঈদগড়ে নুরুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, কচ্ছপিয়ায় নুরুল আমিন, খুনিয়াপালংয়ে আবদুল মাবুদ, কাউয়ারখোপে ওসমান সরওয়ার মামুন, রশিদ নগরে মো. সরওয়ার কামাল, রাজারকুলে সরওয়ার কামাল এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন খোদেসতা বেগম রীনা।
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. শাহ আলম, জালিয়াপালংয়ে এস এম ছৈয়দ আলম, রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নপালংয়ে নুরুল হুদা এবং পালংখালীতে পেয়েছেন আবুল মনজুর।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. পেয়ার আহম্মদ মজুমদার, তবলছড়িতে নুর মোহাম্মদ, বড়নালে মো. ইউনুস মিয়া, আমতলীতে মো. আবদুল গনি, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে মো. রহমত উল্লাহ এবং মাটিরাঙ্গায় মনোনয়ন পেয়েছেন হেমেন্দ্র ত্রিপুরা।
গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়িতে রেদাক মারমা এবং হাফছড়িতে মনোনয়ন পেয়েছেন মংশে চৌধুরী।
রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন পবিত্র চাকমা, বরকলে প্রভাত কুমার চাকমা, আইমাছড়ায় মনোনয়ন পেয়েছেন মো. নাছির উদ্দিন।
বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ভদ্রসেন চাকমা, কেংড়াছড়িতে রামাচরন মার্মা, ফারুয়ায় বিদ্যালাল তনচংগ্যা, বড়থলিতে মনোনয়ন পেয়েছেন সত্য চন্দ্র ত্রিপুরা।
কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন থোয়াই সা প্রু, চিৎমরমে নেথোয়াই মার্মা, কাপ্তাই ইউনিয়নে আবদুল লতিফ ও ওয়াগ্‌গায় মনোনয়ন পেয়েছেন চিরনজীত তনচংগ্যা।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলম, দোছড়িতে মোহাম্মদ ইমরান মনোনয়ন পেয়েছেন। লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বাথোয়াইচিং মার্মা, লামা সদরে মিন্টু কুমার সেন, ফাসিয়াখালীতে মো. নুরুল হোসাইন, আজিজ নগরে মো. জসীম উদ্দিন, সরইয়ে মোহাম্মদ ইদ্রিস, রূপসীপাড়ায় ছাচিং প্রু মার্মা এবং ফাইতং ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের করোনার টিকা এ সপ্তাহে
পরবর্তী নিবন্ধ৭৮৬