৮নং শুলকবহর ওয়ার্ডবাসীকে দুর্গন্ধমুক্ত রাখতে কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। মেয়র যে সময়ের টার্গেট দিয়েছেন তার আগেই পুরো ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ চাই। কোথাও যেন দুর্গন্ধ না থাকে সেদিকে সজাগ থেকে ব্লিচিং পাউডার ছিটাতে হবে। জবাইকৃত পশুর রক্ত যেন কোথাও জমাট না বাঁধে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল বুধবার দুপুরে মির্জাপুলস্থ ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ডের পরিচ্ছন্নতা সেবক ও কর্মকর্তাদের সাথে কোরবানির পশুর বর্জ্য অপসারণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় কাউন্সিলর মো. মোরশেদ আলম একথা বলেন। প্রেস বিজ্ঞপ্তি।