পোস্টার, জনসভাসহ প্রচারের নানা খাতে দ্বাদশ সংসদ নির্বাচনে আড়াই শতাধিক প্রার্থীর পেছনে আওয়ামী লীগ ব্যয় দেখিয়েছে পৌনে তিন কোটি টাকা। নির্বাচনের দুই মাস পর গতকাল সোমবার নির্বাচন কমিশনে এই ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলটি খরচ দেখিয়েছিল ১ কোটি ৫ লাখ টাকা। খবর বিডিনিউজের।