৭ জনকে আসামি করে মামলা

পটিয়ায় আম পাড়ার দ্বন্দ্বে যুবক খুন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

পটিয়ায় আমপারা নিয়ে এরশাদ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় ৭ জনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত এরশাদের বড় ভাই দিদারুল আলম বাদী হয়ে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আহমদ নুরকে প্রধান আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় আম পারা নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে প্রবাস ফেরত মো. এরশাদ ও তার ভাই মো. নাছিরকে কুপিয়ে জখম করে। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে এরশাদের মৃত্যু হয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, আম পারা নিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধযার দোষে পা হারালেন নিরীহ ব্যক্তি