এবং আমি তাঁকে ইনজীল দান করেছি, যার মধ্যে পথপ্রদর্শন ও আলো রয়েছে।
–আল–কোরানের বঙ্গানুবাদ (৫ঃ৪৬) সূরা মা–ইদাহ্
যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রে নামাজ পড়ে, কিন্তু বিনা কারণে জুমআ তরক করে, সে যেন দোজখের মধ্যে আছে।
–আল হাদীস (তিরমিজী)।
প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও।
শেখ সাদী।