আল্লাহর বাণীগুলোকে যেগুলোর ঠিকানাসমূহে স্থির হবার পর পরিবর্তন করে দেয়।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪১) সূরা– মা–ইদাহ্।
ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন– রমজান মাস উপস্থিত হইলে হযরত রাসুলুল্লাহ (সাঃ) সমস্ত বন্দীদিগকে মুক্তি দিতেন ও প্রার্থীদিগকে দান করিতেন।
– আল–হাদিস (বায়হাকী)
সুন্দর বিশ্বাসগুলো কখনো কখনো সুন্দর সময় উপহার দেয়।
– আর ডাব্লিউ গিল্ডার।