নিশ্চয় তাদের নিকট আমার রসূলগণ স্পষ্ট প্রামাণাদি সহকারে। অতঃপর নিশ্চয় তাদের মধ্যে অনেকে এরপরও পৃথিবীতে সীমালংঙ্ঘনকারী হতে রয়েছে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:৩২) সূরা– মা–ইদাহ্।
কবিরা গুনাহ সাতটি, এতিমের মাল ঝুলুম করিয়া খাওয়া উহার মধ্যে একটি
– আল–হাদিস (হাকেম)
এমন কোন প্রবাদ নেই, যা সত্যি নয়।
– (কার্ভেন্টিস)।