সে বললো, হায়রে সর্বনাশ! আমি তো এই কাকের মতোও হতে পারলাম না যে, আমি আমার ভাইয়ের লাশ পুঁতে ফেলতাম! অতঃপর সে অনুতপ্ত হয়ে রইলো।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৩১) সূরা– মা–ইদাহ্।
আল্লাহকে ভয় করা শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচায়ক।
– আল–হাদিস (ছগির)
যে বাগান ভালোবাসে, সে গৃহের সজীবতাকেও ভালোবাসে।
– কুপার।