আমি তো এটা চাই যে আমার ও তোমার পাপ উভয়টারই ভার তুমি বহন করবে। সুতরাং তুমি দোযখবাসী হয়ে যাবে এবং অন্যায়কারীদের এটাই সাজা।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:২৯) সূরা– মা–ইদাহ্।
তোমরা হিংসা করা হইতে সতর্ক হও, কারণ আগুন যেমন কাঠ বা খড়–কুটাকে ভস্ম করে হিংসা তেমনি নেক কাগগুলিকে ধ্বংস করে।
– আল–হাদিস (আবু দাউদ)
সুকর্ম কখনো হারিয়ে যায় না।
– রেসিল।